Productivity Hack with AI

যারা পারপ্লেক্সিটি ব্যবহার করেন না, তাদেরও এই বইটা পড়া উচিত। ৪৩ পৃষ্ঠার এই বইটা শুধু পারপ্লেক্সিটির জন্য নয়, যেকোনো এআই সিস্টেমের সাথে কাজ করার জন্য প্রযোজ্য হতে পারে। বইটাতে কনটেক্সট সুইচিং, ওয়ার্কফ্লো সিম্পলিফিকেশন, বারবার ব্যবহার করা ওয়ার্কফ্লোকে অটোমেট করার মতো কিছু গুরুত্বপূর্ণ ধারণা এসেছে।

Lt. Col. ( Retd ) Rakibul Hasan

7/14/20251 min read

যারা পারপ্লেক্সিটি ব্যবহার করেন না, তাদেরও এই বইটা পড়া উচিত। ৪৩ পৃষ্ঠার এই বইটা শুধু পারপ্লেক্সিটির জন্য নয়, যেকোনো এআই সিস্টেমের সাথে কাজ করার জন্য প্রযোজ্য হতে পারে। বইটাতে কনটেক্সট সুইচিং, ওয়ার্কফ্লো সিম্পলিফিকেশন, বারবার ব্যবহার করা ওয়ার্কফ্লোকে অটোমেট করার মতো কিছু গুরুত্বপূর্ণ ধারণা এসেছে।

আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো আমরা কীভাবে আমাদের "ন্যাচারাল কিউরিওসিটি" বাড়াতে পারি, সেই ব্যাপারে কিছু আইডিয়া। আমরা সবাই কৌতূহলী, কিন্তু দৈনন্দিন কাজের চাপে সেই কৌতূহল প্রায়ই চাপা পড়ে যায়। বইটা সুন্দরভাবে দেখিয়েছে কীভাবে এআই ব্যবহার করে আমরা সেই কৌতূহলকে ফিরিয়ে আনতে পারি এবং আরো গভীরভাবে চিন্তা করার সুযোগ পেতে পারি। এনহ্যান্সড প্রবলেম সলভিংয়ের কিছু এক্সাম্পল আমার বেশ ভালো লেগেছে।

বইটা দেখিয়েছে, কীভাবে এআই শুধু টাস্ক কমপ্লিট করে না, বরং আপনার চিন্তার সাথী হয়ে উঠতে পারে। যারা আমার সাথে কফি খেতে পারছেন না, তাদের জন্য এটা একটা ভালো বই। বইটা তিনটা মূল পার্টে ভাগ করা।

প্রথম পার্টে আছে কীভাবে ডিস্ট্র্যাকশন ব্লক করবেন। আমরা প্রতি ১১ মিনিটে একবার ইন্টারাপ্ট হই, এটা একটা ভয়ংকর স্ট্যাট। বইটা দেখাচ্ছে কীভাবে এআইকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে ইমেইল ম্যানেজমেন্ট, মিটিং শিডিউলিং, রিপিটিটিভ টাস্কগুলো হ্যান্ডেল করা যায়। এতে আপনার মেন্টাল এনার্জি বাঁচে, যেটা দিয়ে আপনি আসল গুরুত্বপূর্ণ কাজগুলোতে ফোকাস করতে পারেন।

দ্বিতীয় পার্টটা আরো ইন্টারেস্টিং। এখানে ওরা বলেছে, কীভাবে নিজেকে স্কেল করা যায়। মানে একজন মানুষ যে পরিমাণ কাজ করতে পারে, তার চেয়ে অনেক বেশি কাজ এআইয়ের সাহায্যে করা সম্ভব। রিসার্চ, কনটেন্ট ক্রিয়েশন, কমপ্লেক্স প্রবলেম সলভিং - এসব জায়গায় আপনার এক্সপার্টাইজ থাকবে ড্রাইভিং সিটে, আর এআই হবে আপনার সাপোর্টিং টুল। আপনি যে প্রশ্নগুলো করতে চান, সেগুলোর উত্তর পাওয়া এখন অনেক সহজ হয়ে গেছে।

তৃতীয় পার্টে এসেছে রেজাল্ট নিয়ে। শুধু কাজ করলেই হয় না, সেটার আউটকাম দেখাতেও হয়। পারফরম্যান্স রিভিউ, লিড জেনারেশন, সেলস ক্লোজিং - এসব জায়গায় কীভাবে এআই ব্যবহার করে আপনার ইমপ্যাক্ট দেখাতে হয়, সেটা নিয়ে বেশ আলাপ আছে। আমার কাছে এই পার্টটা খুব প্র্যাক্টিক্যাল মনে হয়েছে।

পুনশ্চ: আমি যেহেতু সবকিছুই অটোমেট করতে চাই, সেটার জন্য বর্তমান ওয়ার্কফ্লো কীভাবে যন্ত্রের কাছে পাঠানো যায়, সেগুলোর বেশ কিছু ভালো ধারণা পেয়েছি এই বইটাতে। বিশেষ করে পারপ্লেক্সিটি টাস্কগুলো দিয়ে রিকারিং ওয়ার্কফ্লো অটোমেট করার আইডিয়াগুলো আমার কাজে লাগছে।

এআই নিয়ে যারা সিরিয়াস, তাদের জন্য এটা মাস্ট রিড।

Apply Now – Fast-track your team’s AI setup

Get exclusive early access to EasyDoAI for your team.
Just share AI tools or automations your team already uses — we’ll tailor and train your workspace accordingly, minimum three automation.

a man riding a skateboard down the side of a ramp
a man riding a skateboard down the side of a ramp